Rose Roseভালবাসার একেলা প্রহর Rose Rose

লিখেছেন লিখেছেন মামুন ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:১৩:৪১ বিকাল



ভালবাসার একেলা প্রহর

Star Star Star Star Star Star

.

কাউকে সাথে নিয়ে বৃষ্টিতে পিচ্ছিল পথে

কখনো হেঁটেছ কি? যে সঙ্গী হওয়ায়

হৃদয়ে সুখের ডালপালা গজিয়েছে ইচ্ছেমত।

নাহ! আমার এমন কোনো ইচ্ছে কখনো হয়নি।

তবে একা একা খোলা মাঠের আইল ধরে

হেঁটে হেঁটে জোছনায় সিক্ত হয়েছি... বহুবার!

.

প্রচন্ড গরমে কালো রাজপথের মিছিলে

সাদা শাড়ি আর কালো ব্লাউজের জেব্রা টাইপ

নিরীহ কোনো তরুনীকে পাশে পেয়েছ কখনো?

নাহ! আমি মিছিলকে খুব ভয় পাই সেই ছেলেবেলা থেকে।

তবে আমি পাশের বাড়ির শিখা আপুকে এমন

সাদা কালো ফ্রেমে আমার হৃদয়ে এঁকেছিলেম... বহু যত্ন করে!

.

শীতের ভোরে কুয়াশার চাদর মুড়ি দিয়ে

নগ্ন পায়ে, কারো হাতে হাত রেখে ভেজা শিশিরের বুক

মাড়িয়ে এঁকেছ কি হৃদি আল্পনা?

নাহ রে ভাই না! ঘুম থেকে জাগলে তো?

তবে একদিন শীতের অলস দুপুরে পরী বু'

নিজেকে আল্পনা হতে আমার হাতে তুলে দিয়েছিল... বেশ মনে আছে!

.

কেমন মানুষ তুমি বলতো? গ্রীষ্ম-বর্ষা-শীত

কোনো কালেই অন্যের অনুভূতির জোয়ারে

নিজেকে সঁপে দিতে ইচ্ছে করেনি তোমার?

আমি মানুষ তোমায় কে বললে? আমার মনুষ্যত্ব তো

একদিন বৃষ্টি ভেজা পথে হেঁটে হেঁটে চলে গেছে

অন্য কারো হৃদয়ের পিছু নিয়ে!

.

আমি এখন শুধুই খোলস হয়ে আছি এ দেহে

ভালোবাসার অনুভূতি বিহীন।। Rose Good Luck

বিষয়: সাহিত্য

৯২৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269895
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৬
ফেরারী মন লিখেছেন : ভালোলাগা এবং ভালোবাসার পরশ জানিয়ে গেলাম।
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫১
213867
মামুন লিখেছেন : ধন্যবাদ।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File